SEO কেন করতে হয়?(দ্বিতীয় পর্ব)

       আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু.

 আজ আমরা জানবো এস ই ও কেন করতে হয়********


আজকের টিউটোরিয়ালে খুবই ছোট হবে কেননা এটা একদম খুব ছোট্ট একটা আর্টিকেল। 
এই একই বিষয় নিয়ে   হাজার হাজার ধরনের আর্টিকেল  রয়েছে এজন্য আমি যদি একটা টপিক বলা শুরু করি তাহলেও তো ১০০ দিন উপরে লাগবে আজকে খুব সহজভাবেই বলে দিলাম।

SEO কেন করতে হয়?





এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা কেন এসইও করব ।
যদি সার্চ ইঞ্জিন সম্পর্কে না জেনে থাকেন তাহলে নিচের  আর্টিকেল দেখে নিতে পারেন  



 যদি আপনাকে একটি এক্সাম্পল মনে করিয়ে দিই যে একটি আমার  একটি টেক বিষয়ক ওয়েবসাইট আছে এরকম টেক রিলেটেড  হাজার হাজার ধরনের  ওয়েবসাইট থাকতে পারে। 
আলাদা আলাদা ভিজিটর আছে এছাড়া
 অনেক কাস্টমারের আছে।  অনেক কাস্টমার যেমন আছে তেমন অনেক ওয়েবসাইট আছে তো আপনারা কি সেবা টা দিবেন আপনার ওয়েবসাইট থেকে সেটা তো খুঁজে পেতে হবে আপনার কাষ্টমারের  তার জন্যই এস ই ও করতে হবে ওয়েবসাইটে আপনার প্রডাক্ট বা আপনার আর্টিকেল এর কাছ পর্যন্ত পৌঁছাতে হবে নাকি? যদি আপনি এসইও না করেন তাহলে আপনার ওয়েবসাইটের কোন ভ্যালু নেই।
আপনি যদি কিছু না করেন তাহলে আপনার ওয়েবসাইট দ্বারা কোন কাজ করা সম্ভব নয় শুধু শুধু আপনি এসইও ছাড়া ওয়েবসাইট খুলে এর দ্বারা কোন উপকৃত হতে পারবেন না।এখান থেকে আপনি কোন কিছু করতে পারবে না কারণ এখানে না কোন কাস্টমার আসবে না কোনো ইনকাম হবে ।
এসইওর জন্য হাজার হাজার ধরনের টিউটোরিয়াল আছে এসইও জন্য অনেক ধরনের ভিডিও আছে কিন্তু এরা কোন কেউ ঠিকভাবে আপনাকে কেউ বলবে না সে কিভাবে এস ই ও  করতে হয়।
আজ আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সে ভাবে আপনি কাজ করলে আপনারা 
উপকৃত হবেন আশা করা যায় কারণ কিছু ইউটিউবার বা ব্লগার তারা সঠিক গাইডলাইন দিবে না যার ফলে আপনি আপনার স্বপ্ন অধরাই রয়ে যাবে ।

আমরা এসইও এর মাধ্যমে কি কি করা যায় এবং কি কি প্রকারভেদ ও আপনার আগামী পর্বে জানবো এবং হোয়াইট হ্যাট এসইও কিভাবে করতে হয় সেটা জানবো ।