সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি
এসইও ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে আমরা কমবেশি সবাই শুনেছি, এবং এর ব্যাপারে আমাদের ধারণা ও মোটামুটি অনলাইন থেকে আমরা অনেক বেশি ।কিন্তু সবাই সবকিছু শেয়ার করে না আর করলেও সেটা তেমন এটি কার্যকরী হয় না তো আজকের পর্বে আমরা এমন কিছু কিছু ধারনা SEO এর ব্যাপারে জানবো "এটা কেন কীভাবে করতে হয় "
আপনার নতুন ওয়েবসাইটের জন্য কিভাবে সেট করতে হয় সে সম্পর্কে আমরা ধারণা নিব।
'এস ই ও কিভাবে করলে আপনি ভিজিটর পাবেন এই বিষয় পর্যন্ত আমরা যাব তো বিভিন্ন ধাপে বাট আজকে আমরা শুরু করছি SEO কী কেন কীভাবে ঃঃ--
এসইও কি:
এসইও হল আপনার ওয়েবসাইটের একটি নির্দিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে মাধ্যমে সার্চ রেজাল্টের প্রথম আনা হয় গুগল ইয়াহু বিং এর মাধ্যমে।
বর্তমানের অনলাইন এ সার্চ ইঞ্জিন মার্কেটাররা যারা কিনা গুগলের অসাধারণ কিছু অ্যালগোরিদমের মাধ্যমে গুগলের সার্চ ইঞ্জিনকে বদ করে ফেলেছে। তারা খুব সহজেই SEO করে থাকে। SEO খুবই সহজ এবং ফ্রী একটি মাধ্যম। যাতে করে খুব সহজেই আপনার ওয়েবসাইট টি গুগল এর কাছে র্যাংক করতে পারবেন। এর একটি কারণ হলো সারা ওয়ার্ল্ড এ সবচেয়ে বেশি গুগলের মাধ্যমে সবচেয়ে বেশি সার্চ করা হয় ।
আচ্ছা আমি যদি আরেকটু সহজ করে বলি তাহলে হচ্ছে বর্তমানের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউ আর এল কে সবার আগে first-page আনা।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মূল কাজ হচ্ছে
আপনার যে কোন কিছু ইন্টারনেটে সার্চ করবেন এবং তা প্রথমে পেয়ে যাবেন ।যেকোনো কিছু আপনি গুগলে সার্চ করবেন তা প্রথমেই আসে এটা কিভাবে করা হয় , এখন প্রশ্ন আসতে পারে গুগল এত কিছু কিভাবে সংগ্রহ করে এবং তা কিভাবে ফাস্ট পেজে এনে দেয় ।
তাহলে শুরু করা যাক এই বিষয়ে কিছু বর্ণনা আপনার ওয়েবসাইট এর প্রতিটি পেইজ গুলো "প্রত্যেকটি ডাটাবেস গুগলের রোবট ক্রাউনিং আছে গুগল এগুলোকে সেভ করে রাখে । এবং এর পরবর্তীকালে যখন কেউ সার্চ করে তখন গুগলে ইনডেক্স থেকে সার্চ রেজাল্ট গুলো আমাদের সামনে হাজির করে ।আপনার ওয়েবসাইট টা যত বেশি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি করতে পারবেন তত বেশি আপনার চান্স থাকবে যে আপনার ওয়েবসাইট থেকে গুগলে ফাস্ট পেজে আনতে।
যখন কেউ কোন কিছু লিখে সার্চ করে তখন ফাস্ট পেজে এর প্রথম রেজাল্ট প্রথম সারিতে যেই রেজাল্ট আসে, সে সেই রেজাল্ট এর SEO যার সবথেকে বেশি, যার কারণে প্রথম রেজাল্ট প্রথম এসেছে। এটির কারণ হচ্ছে যে তার ওয়েবসাইটের গুনগতমান সবথেকে ভিন্ন এবং সবথেকে স্ট্রং । তার ওয়েব সাইটের কনটেন্ট গুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো, যার কারণে প্রথম পেইজে এসেছে । যদি এভাবে আপনার সাইট টিকে করতে পারেন তবে এর মাধ্যমে আপনারা খুব সহজে আপনার সুন্দর সাজানো-গোছানো ওয়েবসাইট থেকে গুগলের প্রথম পেজে আনতে পারবেন। .এবং সেইসাথে যেকোনো ধরনের বিজ্ঞাপন দিয়ে আপনারা সকলেই ম্যাসিভ একটা আয় করতে পারেন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে।এছাড়াও,আমরা জানবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে কিভাবে আপনার সাইট থেকে সবার আগে এত কম্পিটিশন এর মাধ্যমে সবার আগে ফাষ্ট পেইজ কিভাবে আনবেন এই বিষয় সম্পর্কে আমরা জানবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা মজার একটা জিনিস যে না বোঝে সে আসলে পস্তায় বুঝতে পারলে খুবই মজার একটা বিষয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।খুবই ভালো লাগার মত একটি জিনিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে আপনারা ফাইবার থেকে শুরু করে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট এপ্লাই করে ম্যাসিভ একটা ইনকাম করতে পারবেন।এগুলো ছিল বেসিক ধারনা এখন কিছু ইম্পরট্যান্ট ধারণা নিয়ে যান
সার্চ ইঞ্জিন নিয়ে নতুন আপডেট ২০২৩ সালের দেখে নিন।
১.কনটেন্ট অপটিমাইজেশন
প্রথমেই high-quality পোস্ট করতে হবে ইনফর্মেশন থাকতে হবে তা না হলে কিন্তু একজন ইউজার যখন একটি পোষ্ট পড়বে তখন কিন্তু সে ভালো লাগবে না জিনিসটা বুঝছেন এটাই হচ্ছে কন্টেন অপটিমাইজেশন দ্বিতীয় যে পয়েন্টের কথা এখন বলবো সেটা অবশ্যই আপনাদের পোস্টটিকে অনেক হাই কোয়ালিটি করে তুলবে টু পয়েন্ট ও চলে যাই।
কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড এনালিসিসঃ
কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস হচ্ছে আপনি যখন একটি পণ্য অথবা যেকোন বিষয় নিয়ে গুগলের সার্চ করে তখন কি ব্যবহার করেন কি শব্দটা ব্যবহার করেন এই শব্দগুলি আসলে রিসার্চ করা যে আমি কোন শব্দগুলো ব্যবহার করলে যারা আছে তারা আমারই ওয়েবসাইট থেকে খুঁজে পাবে এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস :
অন পেজ অপটিমাইজেশন:
অন পেজ অপটিমাইজেশন এর মধ্যে রয়েছে আপনার টাইটেল ট্যাগ মেটা ডিস্ক্রিপশন ইউআরএল স্ট্রাকচার এগুলো গুগলের অ্যালগরিদম বুঝতে খুবই সাহায্য করে। আপনি যত বেশি টাইটেল ইউআরএল মেটা Discription হেডার ট্যাগ দিবেন তত সুন্দর আপনার ওয়েবসাইটটি গুগোল বুঝতে সাহায্য করবে যা আসলেই ওয়েবসাইট টা কিসের জন্য তৈরি করা হয়েছে।এরপর যে পয়েন্টার কথা বলব সেটা হচ্ছে
ব্যাকলিক বিল্ডিংঃ-
হ্যাঁ অনেকেই অবাক হয়ে যাবেন ২০২৩ সালেও ব্যাকলিংক কিভাবে সম্ভব হ্যাঁ এই ব্যাকলিংক এর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের অথরিটিকে অনেক বাড়িয়ে দেয় এ বিষয়ে একটি বড় পোস্ট আপনাদের সামনে হাজির করা হয়েছে সেটি যদি না দেখে থাকেন তাহলে এখনি দেখে ফেলুন।
মোবাইল অপটিমাইজেশনঃ
2023 সালে আপনার ওয়েবসাইটটি যদি মোবাইল অপটিমাইজেশন এর মধ্যে না পড়ে তাহলে কিন্তু একজন ইউজার যখন ওয়েবসাইটে ঢুকবে তখন আপনার ওয়েবসাইট টা যদি সে মোবাইল ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে সে ওয়েবসাইটটিকে ভিউ করবে না খুব দ্রুতই ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে যার ফলে আপনার আপটাইম অনেকটাই কমে যাবে এই কারণে আপনার মোবাইল ফ্রেন্ডলি রাখা ওয়েবসাইটটিকে খুবই দরকারি এখন যদি না করে থাকেন এখনই করে ফেলুন।
আশাকরি 2023 সালের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয়টি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ


