Get Traffic to your Website Free ( SEO Tricks)
আসসালামুআলাইকুম দেশ দেশের বাইরে থেকে, যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভাল আছেন।
ভিজিটর এ জিনিসটা খুবই উপকারী একটি জিনিস যারা ব্লগ বা ওয়েবসাইটে কাজ করেন তাদের জন্য ।
ভিজিটর ছাড়া আপনার কোন দাম নেই।
কেননা ভিজিটরই আপনাকে যেমন দাম দিবে এবং ভিজিটররা এবার আপনার দাম কমিয়ে দিতে পারে।
ওয়েবসাইট বানানোর পর সবচেয়ে বড় কাজ হচ্ছে, আপনি কিভাবে ভিজিটর পাবেন,
আজ আমি প্রথমে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা এস ই ও এতে নতুন তাদের জন্য আজ কিছু মাধ্যম বা উপায় বলে দিবো যাতে করে খুব সহজে, আপনি ভিজিটর পেতে পারেন। তাহলে
আজকে যারা নতুন ব্লগার ব্লগ লিখছেন তাদের জন্য এই পোস্ট খুবই উপকারী।
এই ইন্টারনেটের যুগে এখন, হাজার হাজার ব্লগার রয়েছে যারা কিনা প্রতিদিন হাজার হাজার আর্টিকেল লিখে থাকেন ।
এখানে হাজার হাজার ব্লগাররা তারা কাজ করার পর একটা সময় তারা তাদের কাজগুলো কে ছেড়ে দেয় তারা মোটিভেশন হারিয়ে ফেলে।
তারা আর কাজ করার আগ্রহ পায় না।
কিন্তু তারা কেন কাজ করার আগ্রহ পায় না সেটা কি আপনার জানা ।
তারা ভিজিটর না পাওয়ার কারণে তারা খুব হতাশ হয়ে পড়ে।
এবং তারা হতাশ হওয়ার পরে বলে ব্লগ থেকে তারা আর ইনকাম করতে পারবেনা।
তারা তাদের কাজকর্ম সবগুলোই দিয়ে দিয়েছে ব্লগের প্রতি এছাড়াও দিয়ে দিয়েছে আর্টিকেল লেখার প্রতি কিন্তু, কিভাবে ভিজিটর আনবে সেই ব্যাপারে কোন পড়াশোনা করেনি।
ব্লগিং ক্যারিয়ারকে তারা বাদ পড়ে যায় যার মূল কারণ এটি।
হ্যাঁ অনেকেই বলতে পারেন যে আমি কিভাবে এত সফল হলাম, আমি বলব আমি এই কাজ করার জন্য দেড় থেকে দুই বছর অব্দি সময় নিয়েছি তারপর আমি কিছু ভিজিটর পেয়েছি।
হ্যাঁ তারপরও আমার আরও কিছু ব্লগ আছে সেখানে প্রচুর পরিমান ভিজিটর আসে।
আজ আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে ট্রাফিক আনতে হয় আপনার ব্লগিং সাইট এ।
ব্লগ ট্রাফিক কি*************
একটি ব্লগ সাইট দাঁড়া করাতে হলে আমাদের কি কত কষ্ট করতে তা সকলেরই জানা ।
একটি সাইট কিভাবে রেগুলার আর্টিকেল পাবলিশ করতে হয় এটাও অনেকে জানেন কেমন কষ্ট করতে হয় ।
কিন্তু এত কষ্ট করে যদি কষ্টের ফল না পাওয়া যায় তাহলে খুবই খারাপ লাগে।
আপনি যদি একটি ব্লগ সাইট খুলে আর সেখানে যদি আর্টিকেল পাবলিশ করেন,
সেখানে যদি আপনার ভিজিটর না আসে তাহলে খুব স্বভাবতই আপনার মন খারাপ হয়ে যাবে।
এত কষ্ট করে আর্টিকেল লিখে , যদি কারো কাছে না পৌঁছায় তাহলে এত কষ্ট করে আর্টিকেল লেখার কোন, মানে হয় না।
তাই ব্লগে আর্টিকেল লিখতে হলে আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কিভাবে আমি আমার ভিজিটর পেতে পারি।
এখন বর্তমান সময়ে বিভিন্ন সোসিয়াল মিডিয়া সাইট, পেইড অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমে আশা ভিজিটরদের কেই বলে ভিজিটর।
এখন হয়তবা আপনাদের মাথায় এই ভীরুতা ঢুকেছে না সাহস যুগিয়েছে তা আমি জানিনা ,
কিন্তু ব্লগ কি সেটা হয়তো বা আপনারা জেনে গেছেন এবং ভিজিটর কি তাও জেনে গেছেন।
ব্লগ সাইটে ট্রাফিক আনার কি দরকার*******
আচ্ছা আপনাদের কে আর কতবার বলবো, যে ব্লগে আর্টিকেল লেখার কেন গুরুত্ব, লেখার উদ্দেশ্য হচ্ছে ব্লগের ভিজিটর আনা।
এখন আপনার প্রশ্ন করতে পারেন যে ব্লগে কেন আমরা এত বেশি্ ভিজিটর আনবো বা কেন দরকার ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আপনি নিশ্চয়ই জানেন যে ব্লগে প্রচুর পরিমাণে ট্রাফিক আসলে আপনি খুব সহজে অনেক ইনকাম করতে পারবেন। টাকা ইনকামের সুযোগটাও কিন্তু হিউজ পরিমান বেড়ে যাবে।
কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন টাকা ইনকামের কথা মাথায় সব সময় নিয়ে ঘুরবেন না তাহলে কিছুদিন পরে ঝরে যাবেন।
তারপরও কিছু চেষ্টা চালিয়ে যাবেন যে কখনোই যেন ডি মোটিভেটেড যাতে না হন।
আপনার ভাবনার সবকিছুই এক রয়েছে, যে আপনি যদি একটি ব্লগের 2000 ভিজিটর পান , তাহলে আপনি খুব ভালো করে মান এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
আজকের দিনে যে একটি ভালো অনলাইন বিজনেস এ পরিণত হয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই।
গুগল এডসেন্সের মাধ্যমে খুব সহজে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়।
আজকের দিনের এই ব্যবসার প্রধান উৎস কি জানেন।
ভিজিটর বা ট্রাফিক এই ভিজিটর বাটরা পিক এর মাধ্যমে আপনি খুব সহজেই ভাল অঙ্কের, টাকা আর্ন করতে পারবেন। ট্রাফিক যত বেশি আসবে তত বেশি ইনকাম হবে। অনলাইনে আপনার কাজের সুযোগ হাজার হাজার গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহর উপর ভরসা রাখুন পেয়ে যাবেন।
তাই সর্বপ্রথম কথা মাথায় রাখতে হবে যে কিভাবে, আপনার ব্লগ থেকে হিউজ পরিমান ট্রাফিক আনতে পারবেন। এটা আপনার লক্ষ্য থাকবে।
কেন ট্রাফিক দরকার সেটা তো বুঝতে পেরেছেন আশা করি ।।।
ফ্রি ট্রাফিক পাবার কিছু মেথড*******
ফ্রি ফ্রি ফ্রি কথাটি শুনলেই আমাদের গায়ে কেমন যেন কাঁটা দিয়ে ওঠে আমরা এক অন্যরকম অনুভুতি পাই, ফ্রিতে পেলে আমরা সব কিছুই করতে রাজি, কিন্তু ট্রাফিক যদি ফ্রীতে পাই তাহলে তো আরো মহাখুশি। কাছে কি ফিরে পাওয়া খুবই সহজ আজ আমি আপনাদেরকে দেখাবো।
সার্চ ইঞ্জিন গুগোল ইয়াহু এবং বিং
আজ আমি আপনাদেরকে দেখাবো ও সরি আমি কেন আজকে গুগল ইয়াহু রাখলাম সেটা তো বললাম না।গুগোল বিং ইয়াহু এই তিনটা আপনি খুব সহজেই সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে ফ্রিতে ট্রাফিক পেতে পারেন।
ইয়াহু বা বিনের কথা জানিনা কিন্তু গুগলের থেকে আপনি 90% অর্গানিক ট্রাফিক পাবেন ।
যা আপনার জন্য খুবই লাভজনক।
অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে আসা ভিজিটরের থেকে গুগলের সার্চ ইঞ্জিন ডিজিটাল খুব অর্গানিক।
এতে করে আপনি ভালোটাই পাচ্ছেন।
আপনার ব্লগে যদি দৈনিকে হাজার লোক আসে
তাহলে এর মধ্যে ঝুঁকি অর্ধেক লোক যদি গুগলে সার্চ এর থেকে আসে তাহলে সেটা হচ্ছে অর্গানিক সার্চ রেজাল্ট।
নিজের ব্লগে এখান থেকে বিস্কুট পাওয়া খুব সহজ এবং, হাজার হাজার ব্লগাররা তারা এভাবেই সার্চ ইঞ্জিন থেকে, ভিজিটর পেয়ে থাকেন।
এবার আসি আপনার কথায় আপনি কিভাবে, সার্চ ইঞ্জিন থেকে ফ্রি ট্রাফিক পাবেন। এর কি কোনো সঠিক উপায় আছে।
গুগল থেকে ভিজিটর**********
ইন্টারনেটের সুবাদে আমরা এখন লক্ষ লক্ষ ওয়েবসাইট বানাচ্ছি, এবং হাজার হাজার আটিকেল প্রতিদিন পাবলিশ করছি, এখন একই ধরনের আর্টিকেল, আরো হাজার হাজার মানুষ পোস্ট করছে, এখানে লক্ষাধিক প্রতিযোগী নেমে গেছে, খুব কঠিন হয়ে পড়েছে মার্কেটে টিকে থাকা।
তো তাহলে কিভাবে গুগোল এ গুলো কে প্রথম পেজে আনবে, কিভাবে গুগল থেকে আপনি ট্রাফিক পাবেন।
তাই আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে আমাদের। তবে যদি আমরা গুগল থেকে ভিজিটর পাই।
সবার আগে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, আপনাদেরকে প্রথমে নিজের ব্লগ টি
গুগলের কাছে জমা দিতে হবে এবং গুগোল আপনার ব্লগকে সার্চ রেজাল্টে আসবে তখন আস্তে আস্তে ভিজিটর পেতে শুরু করবেন।
ওয়েব সাইট যেভাবে গুগলের কাছে জমা দিবেন।
গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে দেখানোর জন্য জমা দেওয়ার জন্য, প্রথমে আপনাকে গুগল ওয়েবমাস্টার টুলস গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । হবে নিচে তার লিংক দিয়ে দিচ্ছি
রেজিস্টার করা কোন কঠিন কাজ নয় আপনাদের কাছে কি জিমেইল একাউন্ট থাকলেই হবে।
ওয়েবসাইট জমা দেওয়ার দুইদিন পর গুগল আপনাকে তার সার্চ রেজাল্টে দেখাবে।।
আপনি আপনার ওয়েবসাইটের জমিন নাম লিখে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে।
প্রথমবার যা search console রেজিস্টার করার পরে আর কখনো আপনাকে রেজিস্টার করা লাগবে না। অটোমেটিকলি পোস্ট ইন্ডেক্স হবে।
নতুন আর্টিকেল পাবলিশ করার সাথে সাথে গুগল search console তা যোগ করবে।
এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন ততো বেশি পরিমাণ গুগলের কাছ থেকে ট্রাফিক পাবেন।
তাই এ কাজটি বেশি বেশি করুন।
দুঃখিত বন্ধুরা আজকে আমার এখানে পর্ব শেষ করতে হলো আগামী পর্বে আমরা আরো অনেক বিস্তারিত এ বিষয়ে তথ্য জানবো।
তখন পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ।

