আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজ আমরা দেখবো কিভাবে আপনার ওয়েব সাইটের ইনকাম এবং ট্রাফিক দেখা যায় এ বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে কথা বলব।
আপনি যদি নতুন ব্লগার হন তাহলে আপনার মাথায় এটা সবসময় ঘুরপাক খায় যে আপনি দেখার চেষ্টা করেন কার ওয়েব সাইটে কত করে ভিজিটর আছে । আপনি এটাও ভাবেন কার ওয়েবসাইটে এক মাসে কত করে ভিজিটর নিয়ে আসে।
এছাড়া কিন্তু আমাদের মনে একটা ওয়েবসাইট এর বা ব্লগের কত ইনকাম হয়েছে সেটা কিন্তু আমাদের মাথায় চলে আসে ।
আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করলে একটি ওয়েবসাইট বা ব্লগের ইনকাম এবং ট্রাফিক দেখা যাবে এই নিয়ে কোনো সোজা কোন উপায় নেই।
তবে আপনি যদি ইন্টারনেট ঘাটেন তাহলে এমন কিছু টুলস পারবেন যেগুলো ব্যবহার করে আপনার যেকোনো একটি ওয়েবসাইটে ইনকাম চেক করতে পারবেন।
এখানে একটি উল্লেখ করা কথা হচ্ছে আপনার যদি একটি ওয়েবসাইটের ইনকাম চেক করার এই টুল গুলো ব্যবহার করেন তবে আপনি 100 তে 100% সঠিক তথ্য পাবেন না ।
এজন্য আমি নিচে এমন কিছু টুলস গুলোর বিষয় আপনাদের কে বলেদিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনারা যে কোন ওয়েবসাইটের একটি সঠিক ইনকাম এর ব্যাপারে জানতে পারবেন।
এর মাধ্যমে আপনার যেকোনো ওয়েবসাইটের ট্রাফিক কত সেটা দেখতে পারবেন।
এরকম করলে কি হবে আপনারা অন্যের ট্রাফিক এবং ইনকাম দেখে আপনারা নিজেকে মোটিভেট করতে পারবেন । এরপর আপনার ব্লগিং ক্যারিয়ারকে খুব সহজ হয়ে যাবে । ইনস্পিরেশন পেলে সবাই কিন্তু ভালোভাবে কাজ করে । তাই সব সময় নিজেকে উৎসাহিত করতে এসব সাইটগুলো ঘাটবেন কার কত ইনকাম এগুলো দেখবেন।
চলেন তাহলে শুরু করি।
ওয়েবসাইটের ইনকাম ট্রাফিক চেকার****
নিচে আমি যে টুলগুলো দিচ্ছি সেগুলোর বিষয়ে আমি বলবো সেগুলো আপনারা ব্যবহার করলেই আপনারা যে কোন ওয়েবসাইট বা ব্লগের বিষয়ে সব কিছু ইনফরমেশন আপনারা পাবেন।
যে টুল গুলো ব্যবহার করলে আপনি একটি ওয়েবসাইটের বিষয়ে জানতে পারবেন ।
১*ডোমেইন রেজিস্টার কখন করা হয়েছিল সেটা জানতে পারবেন
২*আলেক্সা ট্রাফিক Rank কত এবং এবং গ্লোবাল ট্রাফিক কান্ট্রি বেজড ট্রাফিক কত সেটা দেখতে পারবেন
৩*website worth আমরা ওয়েবসাইটের বর্তমান ভ্যালু কি সেটা আপনি দেখতে পারবেন।
৪*estimated monthly revenue প্রত্যেক মাসে ওয়েবসাইটটিতে কত টাকা আয় করেছে সেটাও দেখতে পারবেন।
৫*estimated Daily revenue আপনার ওয়েব সাইটটিতে প্রত্যেকদিন কত টাকা আয় করেছে সেটাও দেখতে পারবেন।
উপরের সবগুলো তথ্য আপনি যেকোনো ওয়েবসাইটের বিষয়ে জেনে নিতে পারবেন যদি আপনি আমার দেওয়া নিচের চুল গুলো ব্যবহার করেন।
১*Similarweb.com
একটি ওয়েবসাইটে আপনি কতটা ট্রাফিক আসছে এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনি জেনে নিতে চাইলে অবশ্যই আমি রিকমেন্ড করব সিমিলারওয়েব অনলাইন টুল ব্যবহার করতে।
আপনি এখানে গিয়ে আপনার ওয়েবসাইটের ইউ আর এল অ্যাড্রেস সার্চ করার পর আপনারা একে একে সব কিছু জেনে নিতে পারবেন।
আপনারা স্ক্রিনশটে দেখতে পারছেন যে আমরা একটি ওয়েবসাইট কে সার্চ করার পর ওয়েবসাইটটিতে ট্রাফিকের পরিমাণ কত এবং এর সম্পূর্ণ তথ্য আমাদেরকে সিমিলারওয়েব দিয়েছে।
আপনারা একটি ওয়েবসাইটের জন্য যে যে বিষয়গুলো জেনে নিতে পারবেন এখান থেকে তা নিচে দেওয়া হল।
- ওয়েবসাইটের প্রত্যেক মাসে কতটা করে ভিজিটর আসছে।
- কোন কোন দেশ বা জায়গা থেকে ট্রাফিক আসছে সে বিষয়ে জেনে নিতে পারবেন।
- ট্রাফিক সোর্স মানে কোন কোন মাধ্যমে আপনারা ট্রাফিক পেয়েছেন সে বিষয়েও আপনারা জেনে নিতে পারবেন।
- আপনারা ভিজিটরদের ইন্টারেস্ট কি কি তাও জানতে পারবেন।
- সর্বশেষ বলবো ওয়েবসাইটের গ্লোবাল Rank কত সেটাও দেখতে পারবেন
আপনি আপনার ব্লগের কম্পেটিটর ট্রাফিক রিসার্চ করতে চাচ্ছেন তাহলে এটি অবশ্যই ব্যবহার করার অনুরোধ জানাবো।
২.Siteworthtraffic.com
আপনারা যদি শুধু একটি ওয়েবসাইট কত টাকা কামাই করেছে সে বিষয়ে জানতে চান তাহলে আমি বলব siteworthtraffic.com সেরা একটি ওয়েবসাইট।
আপনি যে ওয়েবসাইটের ইনকাম জেনে নিতে চাচ্ছেন সে ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেস টাইপ করে এই টুলটি যেতে হবে ।
উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটি জনপ্রিয় একটি ব্লগ আমি সার্চ করেছি এবং সেই ওয়েবসাইটের সাথে সম্পর্কিত সব ইনফরমেশন গুলো আমি পেয়ে গেছি।
আপনারা রেজাল্ট আসলে জেনে যাবেন যে ওই ওয়েবসাইটটিতে কতগুলো ট্রাফিক এসেছে এবং কত টাকা আয় করেছে।
এখান থেকে আমরা যা যা জানবো
- daily estimated revenue from ads অর্থাৎ প্রত্যেকদিন প্রায় কত টাকা আয় করেছেন ।
- Daily estimated evening visitor's প্রতিদিন কতগুলো ভিজিটরস আপনার ওয়েবসাইটে আসছে।
- Alexa traffic graph অ্যালেক্সা rank দেখতে পারবেন ।
আপনি চাইলে এখান থেকে পুরো এক বছরের রিপোর্ট দেখতে পারবেন।
এভাবেই আপনি যেকোনো ওয়েবসাইটের কত টাকা আয় করেছে এবং সেই ব্যাপারে আপনারা এই ওয়েবসাইট ব্যবহার করে জেনে নিতে পারবেন।
৩* statvoo.com
সর্বশেষ যে আমি tool টি দেখছি সেটা অনেক সহজ এবং অনেক জনপ্রিয় একটি টুল ।
এর মাধ্যমে আপনারা সহজেই যেকোনো ওয়েবসাইটের সকল ধরনের ইনফরমেশন জানতে পারবেন।
আপনারা যা যা জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ***
- monthly income এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আপনার প্রতি মাসে কত করে আয় করেছেন সেটাও জানতে পারবেন।
- global Alexa traffic rank ট্রাফিক রেঙ্ক কত সেটাও জানতে পারবেন ।
- Estimated worth এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভ্যালু কত তা জানতে পারবেন।
- Estimated daily income এবার সাইটের মাধ্যমে আপনি প্রত্যেকদিন কতটা ইনকাম করেছেন সে বিষয়ে জানতে পারবেন।
- ওয়েবসাইটের ডোমেইন রেজিস্টার করা তারিখ জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।
ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কত টাকা ইনকাম করেছেন এবং তাছাড়া অন্যান্য তথ্য আপনারা জেনে নিতে পারবেন মনে রাখবেন অনলাইন যতগুলো ওয়েবসাইটের তথ্য দিচ্ছে সকলের সবগুলোই হচ্ছে আনুমানিক হিসাব।
এই তথ্যগুলো 100% ঠিক হবে তা আমি বলতে পারব না।
নিচে আরও কিছু ওয়েবসাইট আমি বিদেশে যেতে চাই যার মাধ্যমে আপনারা আরও অনেক ইনফরমেশন তুলতে পারবেন।
নিচের সাইট গুলো দেখে নিন
1.Checkwebsiteprice.com
2.Siteprice.org
3.Woryhweb.com
4.Siteworthchecker.com
অনলাইন এই টুলগুলো আপনাকে আনুমানিক রিপোর্ট দেখাবে যাতে 100% ঠিক হওয়ার ভরসা আমি দিতে পারবো না।
আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা আশাকরি বুঝতে পেরেছেন আজকের আইপিএল এর মাধ্যমে নতুন কিছু শিখতে পেরেছেন এবং যদি আপনারা একজন ব্লগার বা ওয়েবসাইটের মালিক হন তাহলে আপনার কম্পিটিটর অনুযায়ী আপনার সাথে কি বিজ্ঞানের বিষয় নজরে খবর অবশ্যই রাখতে হবে।
উপরে বলা টুলগুলো ব্যবহার করে আপনারা যে বিষয়ে সম্পূর্ণ তথ্য চাচ্ছেন সে বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনারা অবশ্যই পেয়ে যাবেন।
এছাড়া আর্টিকেল এর সাথে সম্পর্কিত যেকোন প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানান আমি এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলব।
