লিংক বিল্ডিং গাইডলাইন সম্পূর্ণ
আসসালামু আলাইকুম।
লিংক বিল্ডিং একটি আশ্চর্যজনক নাম। এই লিংক বিল্ডিং সম্বন্ধে যারা জানেন না তাদের জন্য আজকের পোস্ট।আর যারা জানেন তাদের জন্য আজকের পোষ্ট নয় তারা দূরে থাকতে পারেন।তো আজকে আমরা জানবো লিঙ্কবিল্ডিং কী কেন কীভাবে এবং এটা কিভাবে করা হয়।লিংক বিল্ডিং হচ্ছে আপনার ওয়েব সাইট এর থেকে আরও কয়েকটি সাইটের লিংক ক্রিয়েট করা ।আপনার ওয়েবসাইট থেকে রেংক করতে পারবেন গুগলে এর মাধ্যমে ।আজ আমি আপনাদেরকে লিংক বিল্ডিং কিছু মূল হাতিয়ার আপনাদেরকে দেখাবো।
তাহলে চলুন বন্ধুরা আমরা শুরু করে আমাদের আজকের পর্ব।
পর্ব শুরু করার আগের পর্ব গুলো দেখে নিন
আমরা লিংক বিল্ডিং করার জন্য সাতটি গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচন করেছি যেটা আপনাদেরকে খুব কাজে লাগবে।তাহলে চলুন আমরা সেই ধাপগুলো একবার এক চোখে বুলিয়ে নিন।
- সোশ্যাল একাউন্ট ক্রিয়েট করা।
- সোশ্যাল শেয়ার করা
- ব্লগ কমেন্ট করা।
- ফোরাম প্রোফাইল করা
- প্রোফাইল ক্রিয়েট করা
- অথোরটি ওয়েব সাইট পোস্ট করা
- ওয়েব 2.0
হ্যাঁ এখানেই গুলো শেষ আর আমরা বেশি বাড়াবাড়ি করবো না আর বেশি নিব না।আমি যতটুকু মনে করি এতগুলো করলেই যথেষ্ট।
এর চেয়ে বেশি করার প্রয়োজন মনে করিনা।লিংক বিল্ডিং এর গুরুত্বপূর্ণ কাজ গুলো এগুলো বুঝেছেন ?
এর জন্য এগুলোই আমি মনে করি সবচেয়ে বেশি হবে কাজের হবে আপনাদের জন্য ।আমি আজ আপনাদের কে গুরুত্বের সাথে বোঝাবো যে কিভাবে লিংক বিল্ডিং করা যায়।না হলে কিন্তু আমরা লিংক বিল্ডিং এর আগা মাথা কিছুই বুঝব না ।
লিংক বিল্ডিং এর কাজের জন্য আমরা নিচের ধাপগুলো অনুসরণ করব।
সোশ্যাল মিডিয়া একাউন্ট
সোশ্যাল মিডিয়া সাইট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ । আমাদের সোশাল সাইট নেই এমন মানুষ খুব কম রয়েছে । সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে খুব সহজে আপনারা গুগল এর র্যাংক করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনি একটি ব্যাকলিংক ফ্রিতে পেয়ে যাচ্ছেন।আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে যেমন কারো নাম দিয়ে সার্চ করলে তার নামের সাথে তার ইউজারনেম থাকে সেটাই তার ব্যাকলিংক হয়ে যায় টুইটার থেকে করলে টুইটারে একটা আলাদা ইউজারনেম হয়,ঠিক তেমনি ফেসবুকে থাকলে ফেসবুক থেকে আলাদা ইউজারনেম হয়, যা একটি ব্যাকলিংক তৈরিতে খুব সহায়তা করে, তবে একটি কথা বলতে চাচ্ছিলাম,যে ব্যাক লিঙ্ক গুলো খুব একটা উন্নত মানের নয় কিন্তু এগুলো আপনার সাইটের এংকার ভেরিয়েশনের জন্য খুব উপকারী।
তারপরও আমাদের উচিত সবার জন্য এরকম প্রোফাইল দেখলেই ক্রিয়েট করা।
আপনি একটা পোষ্টের জন্য 10 থেকে 15 টা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া সাইট নিতে পারেন।
আমরা 10 টি সাইট নিলাম যাতে করে আপনার লিংক বিল্ডিং করতে পারেন।
1. facebook
2. twitter.com
4. behance.net
6. Academia.edu
7. Flickr.com
8. hi5.com
9. last.fm
10. linkedin.com
ইত্যাদি ইত্যাদি আপনি রাখতে পারেন।প্রত্যেকটা আলাদা আলাদা সোশ্যাল প্রোফাইল আপনি ক্রিয়েট করবেন।এতে করে কি হবে যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো একটিভ হবে সাথে আপনার লিংক ক্রিয়েট হয়ে যাবে।
সোশ্যাল শেয়ার
প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইটে আপনাদের প্রত্যেকটা পোস্ট চাই। এটা খুব দরকারী নয় তারপরও এটা আপনাদের করতে হবে। এংকর ভেরিয়েশনের জন্য।
এখানে আপনাদের একটি সতর্কতা আপনাদেরকে দিতে পারি যে অনেকেই ফাইবার থেকে অথবা বিভিন্ন মার্কেটপ্লেস থেকে , হাজার হাজার শেয়ার কিনে থাকেন যেটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি এরকম করলে অবশ্যই গুগল আপনাকে প্যানাল্টি দেবে ।আপনি 10 থেকে 15 টা সোসাল সাইটে আপনাদের আর্টিকেল গুলো শেয়ার করবেন।আপনি খেয়াল করে দেখবেন অনেক অনেক সময় গুগোল ক্রাউলিং বা ইন্ডেএক্স হয় না কিন্তু ধৈর্য্য রাখেন হবে।আজকের এই কষ্টের ফল কিন্তু আপনি পাবেন চিন্তা করার কিছু নেই। আপনি যা কাজ করবেন সেই কাজ করার মূল্য পাবেন । আজকের এই কষ্টের মূল্য আপনি পাবেন চিন্তা করার কিছু নাই।
ব্লগ কমেন্ট
এবার চলে আসছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।হ্যাঁ ব্লগ কমেন্ট ব্লগ কমেন্টের মাধ্যমে আমরা আমাদের গুরুত্বপূর্ণ লিস্টে চলে আসছি ।ব্লগ কমেন্ট হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার যেমন ভাল দিকও আছে তেমনি খারাপ দিকও আছে।ব্লগ কমেন্ট এর ধারণা আপনাকে আগে ভালোভাবে নিতে হবে কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ।ক্ষতির কথা বলছি যে এটা তো একটা কারন রয়েছে যেহেতু , ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যাকলিংকের সর্বক্ষেত্রে আশাকরি বুঝতে পেরেছেন ।ফেসবুক অথবা ফাইবার কোন গ্রুপে আপনারা দেখে থাকবেন, যে পাঁচ থেকে দশ dollar হাজার হাজার ডুফলো ব্যাকলিংক পাওয়া যায় ।এগুলো আপনার ওয়েবসাইট থেকে খারাপ পরিস্থিতি তৈরি করে ফেলবে । তার মানে কি বুঝতে পারছেন যে একটা সাইটের ভালো করে ঠিক তেমনি এর খারাপ করার ক্ষমতা ব্লগ কমেন্ট এর আছে ।
ব্লগ কমেন্ট করার আগে নিচের নিয়মগুলো মেনে চলবেন
আপনি নিজে যে আর্টিকেল লিখেছেন সে আর্টিকেল অনুযায়ী সিমিলার ওয়েবসাইট খুঁজে সেখানে ব্লগ কমেন্ট করবেন।আপনি খেয়াল রাখবেন যে আর্টিকেল আপনি ব্লগ কমেন্ট করবেন সেখানে যদি 20টি কমেন্ট থাকে তাহলে যদি থাকে তাহলে সেখানে ভুলেও যাবেন না। কমেন্ট করতে।কমেন্ট করার সময় আপনার ওয়েব সাইটের হোম পেজের লিংক গুলো দিবেন।আর নামের সময় আপনি ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইটে অথবা যে আপনার নিজের । কমেন্ট ডু ফলো কিনা সেটা দেখার প্রয়োজন নেই ।এবং সর্বশেষে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কমেন্টের কথা আপনার নাম অথবা ইউআরএল কোনটাই দিবেন না।।।।
আজ এখানেই শেষ করছি।আগামী শেষ পর্বে আমরা আরো বাকি গুলো যেগুলো আছে সেগুলো দেখব।
আপনারা আমাদের সাথেই থাকুন ।
সাথেই থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ।
