আর্টিকেল সাবমিশন কি? || কেন ব্যবহার করা হয় || SEOETOSOHOJ বিস্তারিত


আর্টিকেল সাবমিশন কি কেন ব্যবহার করা হয় বিস্তারিত










 আসসালামুআলাইকুম আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে।


আজ আমি আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে আলাপ করতে চলেছি যা আপনি কখনো চিন্তাও করবেন না,  অনেকে চিন্তা করলেও আজ আমি যে বিষয়গুলো বলব সেটা কেউ কখনোই বলেনি।

সে বিষয় নিয়ে আলাপ করতে হলে আগে ইন্ট্রোডাকশন দেওয়া প্রয়োজন।

আমি পরিচয় তুলে ধরছি এর  "আর্টিকেল সাবমিশন"
ইয়েস আপনি ঠিকই ধরেছেন আর্টিকেল সাবমিশন হচ্ছে, এমন এক প্রকার এস ই ও এর  যার মাধ্যমে খুব সহজেই আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অনেক বড় ধরনের উপকার আপনি পেতে পারেন ।


আর্টিকেল সাবমিশন হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আপনি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্কোর খুব সহজেই তাড়াতাড়ি বাড়াতে পারবেন ।

এটা হচ্ছে এক মহা টেকনিক।

আজকের আর্টিকেল আমরা জানবো এই বিষয়ে যে কিভাবে আপনি আর্টিকেল সাবমিশন করবেন, এবং এর কি কি উপকার হয়েছে ।

তাহলে চলুন শুরু করি।

                     আর্টিকেল সাবমিশন কি***

যারা এসইও কি এ বিষয়ে জানেন এবং এই বিষয়ে কিছু তাদের নলেজ আছে তারা আর্টিকেল সাবমিশন কথা নিশ্চয়ই শুনেছেন।

কিন্তু এর দ্বারা কি উপকৃত হয় সেটা কিন্তু অনেকেই জানেনা। অনেক ব্লগার এটাকে কোনো গুরুত্বই দেয় না। কিন্তু আজ আমি এটাকে গুরুত্বসহকারে নিয়ে কাজ শুরু করতে চাই। আজ পর্যন্ত কোন বাংলাদেশ কোন আর্টিকেল পাবলিশ আর এ বিষয় নিয়ে কিছু লেখেনি কিন্তু আজ আমি‌ আর্টিকেল সাবমিশন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করছি।




 বলতে গেলে আর্টিকেল সাবমিশন হচ্ছে একটি  অফ পেজ এস ই ও । এর মাধ্যমে আপনি খুব সহজে ভালো মানের কনটেন্ট লিখে অন্য একটি ওয়েবসাইটে আপনি পোস্ট করবেন এবং সেখান থেকে কিছু ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে ।

এবং আপনার ব্লগের রেঙ্ক বাড়বে।  এই  প্রক্রিয়া মাধ্যমে আপনি যে রিলেটেড পোস্ট লিখেন আপনার ব্লগে সেই রিলেটেড ব্লগে আপনাকে আর্টিকেল সাবমিশন করতে হবে। আর্টিকেল সাবমিশন এর মাধ্যমে আপনি খুব সহজেই ডুফলো এবং নোফলো ব্যাকলিংক জেনারেট করতে পারবেন।


এর মূল আকর্ষণ হচ্ছে আপনার হিউজ পরিমান ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। এবং সেখান থেকে হিউজ পরিমান টাকা আয় করতে পারবেন।।
আশা করি বুঝতে পেরেছেন যে আর্টিকেল সাবমিশন কি।

আর্টিকেল সাবমিশন এর উপকারিতা এবং কি কি****----

আর্টিকেল সাবমিশন এর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট এ হিউজ পরিমান ট্রাফিক নিয়ে আসা। এবং higher authority ব্যাকলিংক তৈরি করা। এটা আপনি শুধু মনে করেন না যে খালি একটি ব্লগে আপনার আর্টিকেল পাবলিশ করা এর মাধ্যমে কিন্তু আপনি,

 বিভিন্ন ধরনের সোসিয়াল মিডিয়া সাইটেও কিন্তু আপনার পোস্টগুলো শেয়ার করছেন যেমন ফেসবুক ইউটিউব টুইটার, ইত্যাদি।

বাংলাদেশী কোন আর্টিকেল সাবমিশন সাইট নেই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের আর্টিকেল সাবমিশন সাইট গুলো কিন্তু আপনার খুবই উপকারী , এবং তারা কিন্তু ফ্রিতে আপনাকে আর্টিকেল সাবমিশন করার অনুমতি দেয়।
এখান থেকে আপনি খুব
সহজে আর্টিকেল সাবমিশন করতে পারেন ।

যেভাবে আর্টিকেল লিখবেন আর্টিকেল সাবমিশন সাইটে--------

আর্টিকেল সাবমিশন এর জন্য এই পয়েন্টগুলো আপনাদেরকে সবসময় গুরুত্বসহকারে মনে রাখতে হবে।


তাহলে চলুন শুরু করি।

1. যেনতেন আর্টিকেল হলে হবে না
আপনাকে ইউনিক আর্টিকেল লিখতে হবে এবং ইনফরমেশন দিয়ে আর্টিকেলগুলো আপনাকে লিখতে হবে।

2. আর্টিকেল লেখার সময় অবশ্যই আপনি যে বিষয়ে লিখেছেন সেই বিষয়ে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন এটা না দিলে কিন্তু আপনার আর্টিকেল লেখার মান পাবেনা। তা অবশ্য আর্টিকেল লেখার সময় কিওয়ার্ডগুলো যাচাই-বাছাই করে নিবেন।

3. আর্টিকেল লিখবেন কম কিন্তু এর কোয়ালিটি হতে হবে গুন সম্মত।

4. টাইটেল এবং ট্যাগ গুলো অবশ্যই সহজলভ্য হতে হবে। যাতে যে পড়ছে সে যাতে বুঝতে পারে যার আসলে কি পড়ছে। এবং গুগলের ক্রাউলিং অনুযায়ী আপনাকে টাইটেল এবং ট্যাগ গুলো দিতে হবে।

5. আর্টিকেল সাবমিশন আপনাকে সফল হতে হলে অবশ্যই সবগুলো আর্টিকেলে, হেডিং সাব হেডিং, নাম্বার বুলেট পয়েন্ট সবগুলোই আপনারা দিবেন। এতে করে খুব ইনফরমেটিভ দেখা যাবে আর্টিকেল গুলো।

6. একটা কথা মনে রাখবেন আমি যে শেষ পয়েন্টে বলছি, একই রকম আর্টিকেল অন্য কোন আর্টিকেল সাবমিশন ডিরেক্টরি সাইটে কখনোই সাবমিট করবেন না। এতে ব্যাড ইফেক্ট পড়বে আপনারা আজকের উপর এবং আপনার আর্টিকেল গুলোকে বলা হবে যে আপনি আর্টিকেলগুলো কপি করেছেন। তাই এর জন্য খুব মনোযোগ সহকারে এবং খেয়াল রেখে রেখে আর্টিকেল সাবমিশন এর কাজগুলো করতে হবে।


তবে যদি আপনি সফল হতে পারেন।

এবার আসি কিভাবে আর্টিকেলগুলো সাবমিট করবেন।

                         আর্টিকেল সাবমিট**
নিচে কিছু টিপস্ এন্ড ট্রিকস্ দেওয়া হলো যেভাবে আপনি আর্টিকেল সাবমিট করতে পারেন আর্টিকেল সাবমিশন সাইটে।

1. আর্টিকেল সাবমিশন করার জন্য আপনাকে প্রথমে একটি ডিরেক্টরি সিলেক্ট করে নিতে হবে, এরপর সেখানে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনি এখানে একটি একাউন্ট করে নিলেন এরপরের স্টেপ ।

2. রেজিষ্ট্রেশন করে নিলেন এরপর কাজ হচ্ছে আপনাকে যে বাছাইকৃত যে ওয়েবসাইটে আপনি এসেছিলেন, সেখানে দেখবেন সাবমিট নামে একটি অপশন আছে , এটি হচ্ছে সাবমিশন ফ্রম অনেক সময় এটা নাও থাকতে পারে এটা কোন ব্যাপার না এটা আপনারা বুঝে নিবেন।

3. ফরম পূরণের সময় আপনাকে যা যা জিজ্ঞেস করা হয়েছিল সেই সবগুলোই আপনারা পূরণ করবেন যেমন সেখানে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ক্যাটাগরি কি ক্যাপশন কি কিওয়ার্ড এবং অপরকে সেটাও তারা জিজ্ঞাসা সেখানে করে আপনাকে এসব কিছুই পূরণ করতে হবে সবগুলোর উত্তর আপনাকে দিতে হবে সাবমিট বাটন দিয়ে ফরম পূরণ করবেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন।


4. এরপর আপনি একটি বক্স পাবেন সেখানে আপনার লিখিত আর্টিকেল সম্পূর্ণ করে লিখে দিবেন। যেমন যেভাবে বলেছিলাম সেভাবে কাজ করবেন।

5. সাবমিট এ ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিবেন

                              সর্বশেষ কথা***

আর্টিকেল সাবমিশন এর প্রথম এবং সর্বশেষ কাজ কি সেটা আপনারা সবই বুঝে নিয়েছেন কিন্তু এখানের মূল উদ্দেশ্য কি সেটা হচ্ছে আপনি অনেক পরিমান ভিজিটর আপনার সাইটে আনবেন কিন্তু তেমন কোনো খরচ না করে সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশনের উদ্দেশ্য। 


কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে আর্টিকেল সাবমিশন এর জন্য সেটা হচ্ছে আপনাকে কিওয়ার্ড গুলো সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আর্টিকেল লিখতে হবে ।




এতে করে যারা আর্টিকেলগুলো পড়বে তারা আকর্ষিত হবে এবং আপনার আর্টিকেলগুলো থেকে ইউজ পরিমান ভিজিটর আপনার ওয়েবসাইটে চলে আসবে।


ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরো কিছু জানবো সেই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সম্বন্ধে আরও কিছু জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবসাইট ।